ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার ভ্যাকসিন নেই

প্রকাশিত: ২৩:০৬, ৪ জুন ২০২০

করোনার ভ্যাকসিন নেই

করোনার কোন ওষুধ বা ভ্যাকসিন নেই। তাই ঙনংবৎাধঃড়হধষ ংঃঁফু’র মাধ্যমে যে সব ওষুধ কাজ করছে বলে মনে হচ্ছে সে সব ব্যবহার করা ছাড়া গত্যন্তর কি। যেমন ধরুন কোন ব্যক্তির যদি সামান্য সর্দি, কাশি, জ্বর হয় তবে ধরে নিতে হবে করোনা অন্যত্র প্রমাণ না করা পর্যন্ত, সেক্ষত্রে প্রথম চোটেই ব্যবহার করতে দোষ কি এই ওষুধগুলো। * ঞধন. ষাবৎধ (১২সম) ২টা বড়ি ১ম দিনে ২টা বড়ি ১৪ দিন পরে * ঈধঢ়. উড়ীরপধঢ় (১০০সম) ১টা করে ২ বার সকাল-সন্ধ্যা ৭দিন * ঞধন. ীভঁঢ়ধ ২+২+২ খাওয়ার পর যদি জ্বর থাকে * ঞধন. উড়ীরাধ (২০০সম) ০+০+১ রাতে ১৫দিন * ঞধন. গড়হধং (১০সম) ০+০+১ রাতে ১৫দিন *ঞধন. ঊপড়ংঢ়ৎরহ (৭৫সম) ১৫দিন ১টা বড়ি সকালে খাওয়ার পর (ডেঙ্গু জ্বর থাকলে খাওয়া যাবে না) * লাল চা, আদা, লবঙ্গ. লেবু ৩ বার * চিকেন স্যুপ কুসুম গরম খেলে উপকার পাবেন। তবে খারাপ লাগলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং করোনা ও ডেঙ্গু উভয়ের পরীক্ষা করাতে হবে। ডাঃ এটিএম রফিক (উজ্জল) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ফোন : ০১৭১৫২৮৫৫৫৯
×