ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তামিলনাড়ুতেও আতঙ্ক

প্রকাশিত: ২১:১৮, ৪ জুন ২০২০

তামিলনাড়ুতেও আতঙ্ক

গত কয়েকদিন ধরেই পঙ্গপালের ঝাঁকের হানায় আতঙ্কিত ভারত। এবার সেই আতঙ্কের দেখা মিলল তামিলনাড়ুতে। সেখানকার কলাগাছ, রবার ও অন্যান্য শস্য খেতে দেখা গেছে পঙ্গপাল গোত্রীয় পতঙ্গের ঝাঁককে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত সেখানকার কৃষকরা। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে যে, কৃষি দফতরকে পঙ্গপাল দমন করার নির্দেশ দিয়ে দেয়া হয়েছে। পঙ্গপালের আতঙ্ক এমন চেহারা নিয়েছে যে, গত কয়েকদিনে কফি গ্রাসহপার, বম্বে লোকাস্ট জাতীয় ওই গোত্রীয় পতঙ্গদেরও ভুল করে পঙ্গপাল মনে করার মতো ঘটনাও ঘটেছে। -ডন
×