ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রে ফের করোনা সংক্রমণ বাড়তে পারে

প্রকাশিত: ২১:১৫, ৪ জুন ২০২০

বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রে ফের করোনা সংক্রমণ বাড়তে পারে

করোনাভাইরাস মহামারীর প্রাথমিক ধাক্কা সামলে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে সবকিছু খুলে দেয়ার পথে আগানোর সময়টিতেই কৃষাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে ঘিরে চলমান বিক্ষোভ আগামী দিনগুলোতে দ্বিতীয় দফায় ভাইরাসের প্রকোপ বাড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। খবর ওয়েবসাইটের। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের গবর্নর, শহরের মেয়র এবং সরকারী স্বাস্থ্যসেবা কর্মকর্তারা এ নিয়ে উদ্বিগ্ন। কোন কোন রাজ্যে বিক্ষোভকারীদের বেশিরভাগই সামাজিক দূরত্ব মানছে না এবং মাস্কও পরছে না। আবার অনেকে মাস্ক পরলেও ভাইরাস সংক্রমণ ঘটবে না এমন কোন নিশ্চয়তা নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশেষত করোনাভাইরাসের উপসর্গ নেই এমন বিক্ষোভকারীদের কাছ থেকেই ভাইরাস অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। কেবল বিক্ষোভে জড়ো হওয়া মানুষেরাই যে এ সংক্রমণের ঝুঁকিতে আছে তাই নয়, বিক্ষোভ মোকাবেলায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও আক্রান্ত হওয়ার চরম ঝুঁকিতে আছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব মতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১০৩,০০০ মানুষ। এর মধ্যে কেবল নিউইয়র্কেই মারা গেছে ২১ হাজারের বেশি মানুষ। ফলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি নাজেহাল হওয়া এ রাজ্যে ফ্লয়েড হত্যার প্রতিবাদ-বিক্ষোভ থেকে ভাইরাস আবারও ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগটাও বেশি।
×