ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীন-ভারত উত্তেজনার পারদ তুঙ্গে

প্রকাশিত: ২১:১১, ৪ জুন ২০২০

চীন-ভারত উত্তেজনার পারদ তুঙ্গে

ভারত-চীন উত্তেজনা আরও চরম আকার ধারণ করেছে। বুধবার পূর্ব লাদাখে বিপুল সংখ্যক চীনা সৈন্য প্রবেশের মধ্যে দিয়ে উত্তেজনার পারদ আরও তুঙ্গে উঠল। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক সাক্ষাতকারে বলেছেন, পূর্ব লাদাখে বিপুল সংখ্যক চীনা সৈন্য প্রবেশের বিষয়টি আমরা জেনেছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লী যাবতীয় ব্যবস্থা নেবে। রাজনাথ আরও বলেন, চীন ওই এলাকাকে নিজেদের বলে দাবি করে। তবে বেজিংয়ের এই দাবি অসত্য। ওই ভূমি ভারতের। আর নিজেদের এ দাবি থেকে নয়া দিল্লী কোনভাবেই পিছু হটবে না বলে সাফ জানান রাজনাথ। চীন ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। ভারতের এক সরকারী বিবৃতিতে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পূর্ব লাদাখে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে তার বিস্তারিত জানা যায়নি। তবে সোমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা সৈন্য সমাবেশ নিয়ে ব্যাপক উদ্বেগ জানায় ওয়াশিংটন। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক প্রধান ইলিয়ট এ্যাঞ্জেল বলেন, ‘আমি কঠোরভাবে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে চীনকে নিয়ম, কূটনীতি ও বর্তমান প্রক্রিয়া মানতে বলছি। -ওয়েবসাইট
×