ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় করোনা পরীক্ষার যন্ত্রপাতি স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

প্রকাশিত: ১৮:৪৩, ৩ জুন ২০২০

নওগাঁয় করোনা পরীক্ষার যন্ত্রপাতি স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বুধবার দুপুরে নওগাঁয় অবিলম্বে করোনা পরীক্ষার যন্ত্রপাতি স্থাপনের দাবিতে ‘একুশে পরিষদ নওগাঁ’ প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিটি নওগাঁর সিভিল সার্জনের মাধ্যমে পেশ করা হয়। একুশে পরিষদের সভাপতি এ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর হাত থেকে স্মারকলিপিটি গ্রহন করেন, সিভিল সার্জন ডা, আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল । এসময় তিনি বলেন, একুশে পরিষদের এই স্মারকলিপি (আবেদনপত্র) যথা নিয়মে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হবে। অনুরূপভাবে আরো একটি স্মারকরিপি ডিসি বরাবর প্রদান করা হয়। এসময় একুশে পরিষদের উপদেষ্টা মোঃ কায়েস উদ্দিন, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এমএম রাসেল, দপ্তরসম্পাদক খন্দকার হাসেম আলী রঞ্জু উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে অনতিবিলম্বে নওগাঁয় করোনা পরীক্ষার যন্ত্রপাতি ( আরটিপিসিআর) ল্যাব স্থাপনের দাবি জানানো হয়।
×