ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৩ মামলা

প্রকাশিত: ১৮:৪২, ৩ জুন ২০২০

বাগেরহাটে গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৩ মামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে গণপরিবহনে স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযোগে ৩৪ হাজার টাকা জরিমানা-সহ ২৩ মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই মামলা ও জরিমানা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি অমান্য করার কারণে পরিবহন শ্রমিক ও যাত্রীদের বিরুদ্ধে ২৩টি মামলা এবং ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
×