ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে পুলিশ ও মিলের নারী শ্রমিক করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৩:২৩, ৩ জুন ২০২০

মির্জাপুরে পুলিশ ও মিলের নারী শ্রমিক করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে নতুন করে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন কনস্টেবল এবং অপরজন হলেন পাকুল্যায় অবস্থিত গ্রিন টেক্সটাইল মিলের এক নারী শ্রমিক। এ নিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। আজ বুধবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত ২৯ মে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত দুই ব্যক্তিসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ৩০ মে ঢাকা আইপিএইচ ল্যাবে পাঠান। এতে বুধবার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন কনস্টেবল এবং পাকুল্যায় অবস্থিত গ্রিন টেক্সটাইল মিলের একজন নারী শ্রমিককের করোনা শনাক্তের খবর পায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। আক্রান্ত নারী শ্রমিকের বাড়ি নরসিংদী জেলায়। করোনা আক্রান্ত পুলিশ কনস্টেবলকে পুলিশ সেন্টারে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং নারী শ্রমিককে নরসিংদীতে তার বাড়িতে পাঠিয়ে ওখানকার প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে স্বাস্থ্যকর্তা মাকসুদা খানম জানিয়েছেন। এদিকে নারী শ্রমিকের সংস্পর্শে থাকা ৭ শ্রমিককে ঘরে থাকার জন্য ছুটি দেয়া হয়েছে বলে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক জানিয়েছেন।
×