ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বস্তিবাসীদের পুনর্বাসন করে উচ্ছেদ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি

প্রকাশিত: ১২:৫৩, ৩ জুন ২০২০

বস্তিবাসীদের পুনর্বাসন করে উচ্ছেদ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি

অনলাইন রিপোর্টার ॥ বস্তিবাসীদের পুনর্বাসনের পরিকল্পনা তৈরি করে বস্তি উচ্ছেদের জন্য কমিটি করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি গঠনের আদেশ সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হয়েছে। কমিটিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও অসামাজিক কার্যক্রম বন্ধে বস্তি অপসারণের প্রয়োজনীয়তা, প্রতিক্রিয়া ও মানবিক বিষয়াবলী পর্যালোচনা করে পদক্ষেপ নিতে বলা হয়েছে। বস্তি উচ্ছেদের পর খালি জায়গায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুরোধ বিবেচনা করবে কমিটি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়া অর্থের যথাযথ হিসাব সংরক্ষণ ও নিরীক্ষার জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতেও কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, প্রয়োজনে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী, ভূমিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, জননিরাপত্তা, রেলপথ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও মহাসড়ক, ভূমি, সেতু, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত সচিবকে সদস্য করা হয়েছে।
×