ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জর্জ ফ্লয়েড ইস্যুতে মুখ খুললেন জর্জ ডাব্লিউ বুশ

প্রকাশিত: ১১:৩৪, ৩ জুন ২০২০

জর্জ ফ্লয়েড ইস্যুতে মুখ খুললেন জর্জ ডাব্লিউ বুশ

অনলাইন ডেস্ক ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং সাবেক ফার্স্টলেডি লরা বুশ কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যার নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে দমন-পীড়নের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছেন। জর্জ ফ্লয়েড হত্যার বেশ কয়েকদিন পর প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে বুশ বলেছেন, এখন বক্তৃতা দেওয়ার সময় নয়, এখন সময় কথা শোনার। যারা আফ্রিকান-আমেরিকান তরুণকে টার্গেট করে হত্যা করেছে, বুশ তাদের নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে জর্জ ফ্লয়েড হত্যাকারীদের বিচারের দাবিতে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন, তাদের সমর্থনও দিয়েছেন। বুশ বলেন, এটি মর্মাহত হওয়ার মতো ব্যর্থতা হিসেবে রয়ে গেছে যে, অনেক আফ্রিকান আমেরিকান, বিশেষ করে তরুণ আফ্রিকান আমেরিকানরা তাদের নিজেদের দেশেই হয়রানি ও হুমকির শিকার হচ্ছে। তিনি আরো বলেন, এ ধরনের বর্ণবাদের অবসানের একমাত্র উপায় হলো- যারা আহত ও শোকাহত- তাদের কথা মন দিয়ে শোনা। সূত্র : নিউইয়র্ক পোস্ট।
×