ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুলে মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান

প্রকাশিত: ১০:৩৪, ৩ জুন ২০২০

কাবুলে মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা জানাল ইরান

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলের ‘উজির মোহাম্মাদ আকবর খান’ জামে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে। গতকাল বিকেলে কাবুলের কূটনৈতিক পাড়ায় অবস্থিত উজির মোহাম্মাদ আকবর খান মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় এক সন্ত্রাসী। এতে মসজিদের ইমাম আইয়াদ নিয়াজি ও অপর এক মুসল্লি নিহত এবং অন্য দুই মুসল্লি আহত হন। ইমাম আইয়াদ নিয়াজি মুসল্লিদের মধ্যে বিচক্ষণ ও ভারসাম্যপূর্ণ আলেম হিসেবে পরিচিত ছিলেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই সন্ত্রাসী হামলার দায়িত্ব স্বীকার করেনি। আফগান প্রেসিডেন্ট প্রাসাদ গতরাতে এক বিবৃতি প্রকাশ করে এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনির মুখপাত্র সিদ্দিক সিদ্দিকি এক টুইটার বার্তায় উজির মোহাম্মাদ আকবর খান জামে মসজিদে সন্ত্রাসী হামলাকে ‘অমানবিক ও বর্বরোচিত’ বলে এর নিন্দা জানান।
×