ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা; ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে‌!

প্রকাশিত: ১০:৩৪, ৩ জুন ২০২০

হামলা চালিয়েছে ফিলিস্তিনি সংগ্রামীরা; ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে‌!

অনলাইন ডেস্ক ॥ আমেরিকার একটি আদালত কাল্পনিক অভিযোগ তুলে দেশটির একদল নাগরিককে ক্ষতিপূরণ দেয়ার জন্য ইরান ও সিরিয়ার প্রতি নির্দেশ জারি করেছে। কলাম্বিয়ার আঞ্চলিক আদালতের বিচারক র‍্যান্ডল্‌ফ মস (Randolph Moss ) সম্প্রতি তার এ সংক্রান্ত রায়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলে ফিলিস্তিনি সংগ্রাসীদের চালানো কয়েকটি হামলায় হতাহত মার্কিন নাগরিকদের পরিবারবর্গকে এই ক্ষতিপূরণ দিতে হবে। মস আদালতে বলেন, ইরান ও সিরিয়ার সহযোগিতায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন এসব হামলা চালিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়ে বলেছে, বিচার মস এখনো ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেননি। ইরানের বিরুদ্ধে আমেরিকার আদালতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় নতুন কিছু নয়। এর আগেও দেশটির একাধিক আদালত মার্কিন নাগরিকদেরকে কোটি কোটি ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ইরানকে নির্দেশ দিয়েছে। এসব রায়ের ভিত্তিতে আমেরিকায় আটকে পড়া ইরানের সম্পদ বাজেয়াপ্ত করে তা জোর করে নিয়ে নিচ্ছে মার্কিন প্রশাসন। ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার এই ভয়াবহ অন্যায় আচরণের বিরুদ্ধে এ পর্যন্ত বেশ কয়েকবার আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ জানিয়েছে।
×