ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্লয়েডকে হত্যায় বর্ণবিদ্বেষীদের প্রতি গেইলের ধিক্কার

প্রকাশিত: ০১:০০, ৩ জুন ২০২০

ফ্লয়েডকে হত্যায় বর্ণবিদ্বেষীদের প্রতি গেইলের ধিক্কার

স্পোর্টস রিপোর্টার ॥ করোনার ক্রান্তিকালে ভিন্ন কারণে কাঁপছে আমেরিকা। শেতাঙ্গ পুলিশের অমানবিক নির্যাতনে কৃঞ্চাঙ্গ সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর কার্যত ক্ষোভে ফুঁসে উঠেছে মার্কিন মুলুক। বিশ্বের বড় গণতন্ত্রের লেবাসধারী দেশটিতে বর্ণবাদের এমন ঘটনা নতুন নয়। বর্ণবাদ আসলে কোথায় নেই, সেই প্রশ্নই এখন নতুন করে সামনে উঠে আসছে। খেলার অঙ্গনে ফুটবলেই সবচেয়ে বেশি বর্ণবাদের খবর পাওয়া যায়। ভদ্রলোকের খেলা ক্রিকেটে গায়ের রং নিয়ে খুব একটা কথা শোনা যায় না। তবে ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইলের দাবি, ক্রিকেটেও বর্ণবাদ আছে। আর ফ্লয়েডের মৃত্যুতে বিপ্লবী হয়ে উঠেছে ড্যারেন সামির কণ্ঠ। সাবেক উইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘এখন চুপ করে থাকার সময় নয়, আওয়াজ তুলুন।’ নিজের ইনস্টাগ্রামে গেইল লিখেছেন, ‘প্রত্যেকের বাঁচার অধিকারের মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে। সবার জীবনের মূল্য সমান। বর্ণবিদ্বেষীদের প্রতি ধিক্কার। কালোদের বোকা ভেব না। কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদের ছোট ভেবে আর নিচে নামিও না।’ জ্যামাইকান ব্যাটিং টর্নেডো আরও লেখেন, ‘সারাবিশ্ব ভ্রমণ করে আমিও বর্ণবিদ্বেষের শিকার। শুধু আমি কৃষ্ণাঙ্গ বলেই আমাকে তার শিকার হতে হয়েছে। বর্ণবিদ্বেষ শুধু ফুটবলেই আবদ্ধ নেই। তা ক্রিকেটেও আছে। এমনকি দলের মধ্যেও। গায়ের রং কালো বলে অনেক সময় দোষী সাব্যস্ত হয়েছি। কিন্তু আমি কৃষ্ণাঙ্গ বলেই শক্তিশালী এবং অবশ্যই গর্বিত।’ সপ্তাহ খানেক আগে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডকে গ্রেফতারের পর পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে মেরে ফেলে। নির্মম এই হত্যাকা-ের প্রতিবাদেই ছয়দিন ধরে পুরো আমেরিকা ক্ষোভের আগুন জ্বলছে। ফ্লয়েডকে হত্যার ভিডিও ভাইরাল হতেই সারাবিশ্বে সাড়া পড়ে গেছে এর বিরুদ্ধে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। যাতে নিজেদের সমর্থন প্রকাশ করেছে অনেক ফুটবল ক্লাব ও ক্রীড়া ব্যক্তিত্বরা। তবে সে অর্থে ক্রিকেট বিশ্ব এখনও এ বিষয়ে তেমন কিছু বলেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুবারের বিশ্ব টি২০ চ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন সামি লিখেছেন, ‘আমার ভাইকে (জর্জ ফ্লয়েড) পায়ের তলায় পিষে হত্যা করার ভিডিও দেখার পরেও যদি বর্ণবাদের বিরুদ্ধে এখন যদি ক্রিকেট বিশ্ব আওয়াজ না তোলে, উঠে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনিও সমস্যার একটা অংশ।’ বর্ণবাদী শুধু এবারই প্রথম নয়, এটি প্রতিদিনই সহ্য করতে হয় বলে জানিয়েছেন তিনি। সামি আরও লিখেছেন, ‘আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ড কি দেখতে পাচ্ছে না, আমার মতো (কৃষ্ণাঙ্গ) মানুষদের সঙ্গে কী হচ্ছে? আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা প্রতিদিন হয়। কালোরাও মানুষ। কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান।’ সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘এখন চুপ থাকার সময় নয়, আমি আপনাদের শুনতে চাই, আওয়াজ তুলুন। দীর্ঘদিন ধরেই কৃষ্ণাঙ্গ মানুষেরা এসব সহ্য করছে। আমি এখন সেইন্ট লুসিয়াতে আছি এবং আমি খুবই হতাশ হব যদি আপনারা আমাকে সতীর্থ হিসেবে দেখেন কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় চুপ থাকেন। আপনি কি সমর্থন প্রকাশ করে পরিবর্তনের অংশ হবেন?’
×