ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০০:৪৪, ৩ জুন ২০২০

করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিল আরও এক পুলিশ সদস্যের প্রাণ। এই নিয়ে ১৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজারের বেশি। বর্তমানে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। মঙ্গলবার রাতে পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, নিরোদ চন্দ্র ম-ল (৫২) নামে পুলিশের আরও এক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে ১৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করলেন। সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনা পজেটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বাড়ি ফরিদপুরে। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে উর্ধতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
×