ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকৌশলী দেলোয়ার হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০০:৩৭, ৩ জুন ২০২০

প্রকৌশলী দেলোয়ার হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। এছাড়া আইইবির সকল কেন্দ্র, উপকেন্দ্রসহ দেশের সকল প্রকৌশলী সংস্থা, প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে ব্যানার টানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬৯৬তম নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এই কর্মসূচী পালিত হয়। নিহত দেলোয়ার হোসেনের দুই সন্তানকে প্রতি মাসে দশ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইইবি। আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুর ও সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন ও মাঠ পর্যায়ের যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে প্রকৌশলীরা উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলীদের যেকোন সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন। তাই প্রকৌশলীরাও তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই প্রকৌশলী দেলোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। হত্যাকা-ের ঘটনায় দ্রুত তিন জনকে গ্রেফতার করায় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান। প্রকৌশলীদের কর্মক্ষেত্র নিরাপদ রাখার দাবি জানান তারা। চলতি বছরের গত ১১ মে ঢাকার উত্তরার ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের ৮ নম্বর সড়কের পাশের একটি ঝোপ থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর সার্কেলের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা বেগম বাদী হয়ে অজ্ঞাত খুনীদের আসামি করে মামলা করেন।
×