ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর সহায়তায় অনিয়মে ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

প্রকাশিত: ০০:২৭, ৩ জুন ২০২০

প্রধানমন্ত্রীর সহায়তায় অনিয়মে ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা সঙ্কটের মধ্যে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তার তালিকা তৈরিতে অনিয়মে জড়িত তিনজনসহ মোট ১১ জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে সরকার। এদের মধ্যে ইউনিয়ন পরিষদের চারজন চেয়ারম্যান ও ছয়জন সদস্য এবং একজন পৌর কাউন্সিলর রয়েছে। বাকিদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে। খবর বিডিনিউজের। এদের সবাইকে সাময়িক বরখাস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারী চাল আত্মসাত এবং অন্যান্য অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ২৮ জন চেয়ারম্যান, ৫১ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানসহ মোট ৮৫ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো।
×