ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর ॥ রিজভী

প্রকাশিত: ২৩:৫৫, ৩ জুন ২০২০

দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ দেশে করোনা সংক্রমণ ভয়ঙ্কর চেহারায় আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, জনগণের জীবনের তোয়াক্কা না করে শুধু জীবিকার অজুহাত দিয়ে গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়েছে সরকার। করোনাভাইরাসের আঘাতে কত মৃত্যু ও আক্রান্ত হবে সেটি সরেজমিনে দেখার জন্য সরকার গণপরিবহন চালুসহ অফিস-আদালত খুলে দিয়েছে। এর মাধ্যমে সারা জাতির জীবন ও মৃত্যু নিয়ে সরকার ট্রায়াল কেস করছে। একটি সরকার ম্যান্ডেটবিহীন হলেই কেবলমাত্র এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রুহুল কবির রিজভী বলেন, সরকারের শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনক্রমেই বাস্তবায়িত হয়নি। যদিও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো হবে এই শর্ত দিয়ে অনুমতির কথা বলেছে সরকার। কিন্তু বাস, লঞ্চ, অটোরিক্সাসহ সব ধরনের গণপরিবহনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। দূরপাল্লার বাসগুলোতে ঠেলাঠেলি করে মানুষ ভেতরে উঠানামা করছে। শর্ত ছিল অর্ধেক যাত্রী তোলা হবে। কিন্তু কোন কোন বাস ও লঞ্চের ছাদের উপরেও যাত্রী তোলা হয়েছে। ঢাকা থেকে কোন কোন বাসে অর্ধেক যাত্রী তোলা হলেও ঢাকার বাইরে গিয়ে বেশি যাত্রী তোলা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। রিজভী বলেন, গণমাধ্যমে আরও প্রকাশিত হয়েছে, বাসে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়ার কথা থাকলেও কোথাও কোথাও ৮০ শতাংশ অথবা এর চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে সামাজিক দূরত্ব বজায় থাকা দূরে থাক, সেখানে মানুষের উপচেপড়া ভিড়। আসলে সরকার পরিবহন সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। এগুলো সরকারের সীমাহীন ব্যর্থতারই নিদর্শন। সরকার শুধু বিরোধী দল ও মতকে নিষ্পেষণ ও নির্যাতনের সক্ষমতা অর্জন করেছে কিন্তু দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ এবং জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
×