ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কারাবন্দীদের অবস্থা জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ২৩:৫৪, ৩ জুন ২০২০

কারাবন্দীদের অবস্থা জানতে চান হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে দেশের কারাগারগুলোতে থাকা বন্দীদের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ১৫ জুনের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কারাবন্দীদের অবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন। ১৫ জুন এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট শিশির মনির ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। গত ১৭ মে করোনার প্রাদুর্ভাব থেকে কারাভ্যন্তরীণ ৮৯ হাজার বন্দীর স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন। রিটে দেশের সব কারাগারে বন্দী ও কারারক্ষীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়। তাছাড়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কী কী প্রস্তুতি ও পদক্ষেপ ইতোমধ্যে কারা কর্তৃপক্ষ গ্রহণ করেছে তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়।
×