ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমার কথাই আইন ॥ ট্রাম্প

প্রকাশিত: ২৩:৪৩, ৩ জুন ২০২০

আমার কথাই আইন ॥ ট্রাম্প

জর্জ ফ্লয়েড হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন এবং বিক্ষোভ সংগঠকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ আনা হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। এক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে তিনি যা বলবেন, সেটাই আইন হিসেবে কার্যকর হবে। ওয়াশিংটন পোস্ট। সোমবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এই দাঙ্গার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে আমাদের দরিদ্র সম্প্রদায়ের শান্তিপূর্ণ জনগণ। প্রেসিডেন্ট হিসেবে আমি তাদের নিরাপদে রাখতে লড়ে যাব। আমিই আপনাদের আইন। ট্রাম্প নিজেকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মিত্র’ বলে দাবি করলেও তার এই বক্তব্য চলাকালেই হোয়াইট হাউসের বাইরে চলছিল নিরাপত্তা বাহিনীর তা-ব। এ সময় বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট-টিয়ারগ্যাস নিক্ষেপ করে তারা। টেলিভিশনে ট্রাম্পের ভাষণের মধ্যেই বারবার মাথার ওপর দিয়ে হেলিকপ্টারের ওড়াউড়ি ও সহিংসতার শব্দ পাওয়া যাচ্ছিল। ট্রাম্প বলেন, ‘জর্জ ফ্লয়েডের নৃশংস মৃত্যুতে সব আমেরিকান প্রকৃতপক্ষেই দুঃখিত। তবে অবশ্যই কিছু ক্রুদ্ধ জনতার জন্য তার স্মৃতি ডুবে যেতে পারে না।’ তিনি বলেন, ‘আমি দাঙ্গা, লুটপাট, সন্ত্রাস, সহিংসতা ও সম্পদ বিনষ্ট রোধে হাজার হাজার সশস্ত্র সৈন্য, মিলিটারি ও আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্য নামাচ্ছি।’ এ সময় সড়কের দখল নিতে অঙ্গরাজ্যগুলোর গবর্নরদের অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প।
×