ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীন-ভারত উত্তেজনার আগুনে ‘ঘি’

প্রকাশিত: ২৩:৪১, ৩ জুন ২০২০

চীন-ভারত উত্তেজনার আগুনে ‘ঘি’

ভারত ও চীনের মধ্যে উত্তেজনা থামেনি। এরইমধ্যে সোমবার সীমান্তের ওপারে সামরিক শক্তি বাড়িয়েছে চীন। লাদাখের প্যাংগং লেক থেকে ২০০ কিলোমিটার দূরে গারি গুনশা ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে সে দেশের ‘পিপলস লিবারেশন আর্মি’। ভারত এবং চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ৯ মে ভারতের একটি টহল টিমের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা। এরপর দুই দেশের মধ্যে যুদ্ধ-পরিস্থিতি সৃষ্টি হয়। সেই উত্তেজনা এখনও থামেনি। এমন সময়ে এনডিটিভির পক্ষ থেকে একটি স্যাটেলাইট ছবি হাজির করা হয়েছে; যেখানে চীনের মোতায়েনকৃত অত্যাধুনিক যুদ্ধবিমান দেখা গেছে। স্যাটেলাইট ছবি প্রকাশ করে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাইন অব কন্ট্রোলের কাছে মোতায়েন বিমানগুলোর মধ্যে অন্যতম হলো আইবি-১১ এবং আইবি-১৬ ফাইটার বিমান। ৬ এপ্রিলের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, গারি গুনশায় কোন যুদ্ধযান বা সমরসজ্জা নেই। কিন্তু ২১ মের ছবি সম্পূর্ণ অন্যকিছুর ইঙ্গিত দিচ্ছে। এনডিটিভি বলছে, গারি গুনশায় সাম্প্রতিক ছবিটি সত্য হলে ভারতের জন্য উদ্বেগের। গারি গুনশা ঘাঁটি বিশ্বের উচ্চতম বিমানঘাঁটিগুলোর অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে গারি গুনশার উচ্চতা ৪ হাজার ২৭৪ মিটার। চীনের যে যুদ্ধবিমানগুলোর ছবি দেখা যাচ্ছে, তা সীমিত পরিমাণের ক্ষেপণাস্ত্র ও বোমা নিয়ে উড়তে পারবে। খুব বেশি হলে ঘণ্টাখানেক বাতাসে থাকতে পারবে যুদ্ধবিমানগুলো। খবর এনডিটিভি অনলাইনের
×