ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের দুটি ভার্চুয়াল বেঞ্চে নতুন আবেদন না করার নির্দেশনা

প্রকাশিত: ২৩:১৪, ৩ জুন ২০২০

হাইকোর্টের দুটি ভার্চুয়াল বেঞ্চে নতুন আবেদন না করার নির্দেশনা

স্টাফ রিপোর্টার ॥ আবেদনের সংখ্যা বেশি হওয়ায় হাইকোর্টের দুটি ভার্চুয়াল বেঞ্চে নতুন আবেদন না করার নির্দেশনা দেয়া হয়েছে। অন্যদিকে ভার্চুয়াল আদালতে মামলা তালিকায় (কজ লিস্ট) আসা বা না আসা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করার বিষয়ে সতর্ক করেছে হাইকোর্ট। আবেদনের সংখ্যা বেশি হওয়ায় হাইকোর্টের দুটি ভার্চুয়াল বেঞ্চে নতুন আবেদন না করার নির্দেশনা দেয়া হয়েছে। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ায় বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে (এনেক্স ১৯) ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে (এনেক্স ৫) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন আবেদন প্রেরণ না করতে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত অধিক্ষেত্রের আবেদন বিচারপতি শেখ মোঃ জাকির হোসেনের বেঞ্চ (এনেক্স ২১) ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের বেঞ্চে (পুরনো ২১) অনলাইনে মামলায় আবেদনের সিসি রাষ্ট্রপক্ষসহ আদালতে পাঠাতে হবে।
×