ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনেকটা সুস্থবোধ করছেন নাসিম

প্রকাশিত: ২৩:১৪, ৩ জুন ২০২০

অনেকটা সুস্থবোধ করছেন নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই তিনি অনেকটাই ভাল ও সুস্থবোধ করছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জাতীয় এই রাজনীতিকের শারিরীক অবস্থা স্থিতিশীল ও ভাল হলেও তাকে আপাতত আইসিইউতে রেখে হাইফ্লোতে অক্সিজেন দেয়া হচ্ছে। সোমবার তার অক্সিজেন সিচুরেশন কিছুটা কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে মোহাম্মদ নাসিম এখন অনেক ভাল আছেন, অনেকটাই সুস্থবোধ করছেন। স্বাভাবিক খাবারও খাচ্ছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে মোহাম্মদ নাসিমের পুত্র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় জনকণ্ঠকে জানান, ‘আব্বার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার হার্টবিট, পার্লস, সিচুরেশন সবই ভাল আছে।’ তিনি তার পিতার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য, গত সোমবার দুপুর ১২টার দিকে সাবেক এই মন্ত্রী সামান্য জ্বর ও হাল্কা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। আগে করা করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও হাসপাতালে ভর্তির পর মোহাম্মদ নাসিমের করোনা উপসর্গ মনে হওয়ায় দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা করা হয়। রাতে পাওয়া পরীক্ষার ফলে তার দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। রাতে তাকে আইসিইউতে নেয়া হয়, তবে অবস্থা স্থিতিশীল। মোহাম্মদ নাসিম ওই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মহিউদ্দীন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
×