ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক প্রহার

প্রকাশিত: ২৩:১৩, ৩ জুন ২০২০

তুচ্ছ ঘটনায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক প্রহার

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২ জুন ॥ জেলার হাতীবান্ধা উপজেলায় সজনা গাছ তুলতে বাধা দেয়ার ঘটনায় আব্দুর রহমান (৬৮) নামে এক বীরমুক্তিযোদ্ধা কমান্ডারকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত বীরমুক্তিযোদ্ধা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার পূর্বসারডুবি গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন, উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দফছির উদ্দিনের ছেলে মইনুল ইসলাম মুন্না (২৪), আব্বাস আলীর ছেলে ও মুন্নার বাবা দফছির উদ্দিন (৫০) ও দফছির উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম (৪৫)। আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান উপজেলার পূর্ব সারডুবি গ্রামের মৃত আনছার উদ্দিনের ছেলে। এছাড়া তিনি বড়খাতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, ইউনিটের কমান্ডার। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধার বাড়ি সামনের যাতায়াতের কাঁচা রাস্তার পাশে কয়েকটি সজনা গাছ রোপণ করে। অভিযুক্তরা মঙ্গলবার সকালে সজনার গাছগুলো তুলে ফেলতে গেলে বাধা দেয় মুক্তিযোদ্ধা কমান্ডার। এতে তারা ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধার ওপর হামলা চালায়। এ সময় বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরে বীরমুক্তিযোদ্ধাকে প্রতিবেশী ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×