ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে যুবলীগ খুনের আসামি অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: ২২:৫৬, ৩ জুন ২০২০

বাঁশখালীতে যুবলীগ খুনের আসামি অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, ২ জুন ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সাধনপুর গ্রামে যুবলীগ কর্মী ট্রাক চালক জহির আহমদ (৪২) খুনের ঘটনার প্রধান আসামি মোহাম্মদ ইলিয়াছ ও তার ভাই মোহাম্মদ শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জুন) হাটহাজারী কাটিরহাট এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান আসামিকে গ্রেফতারের পর রাতে অভিযান চালিয়ে আসামির বাড়ির সন্নিকটে খড়ের ভেতর লুকানো অবস্থায় দেশীয় তৈরি এলজি দুই রাউন্ড গুলি ও ছোরা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার বিকেলে (২ জুন) গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর গ্রামে গত ১২ মে সকাল ৭টার দিকে জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দক্ষিণ সাধনপুর গ্রামের জহির আহমদ (৪২)কে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় আত্মীয়স্বজনরা উদ্ধার করে গুনাগরী বেসরকারী হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম নেয়ার পথে একই দিন সকাল ৯টার দিকে গুনাগরী ভাসাইন্যা দোকান এলাকায় ২য় দফা প্রতিপক্ষের লোকজন জহির আহমদের ওপর হামলা করে। এতে পথিমধ্যেই যুবলীগ কর্মী ট্রাক চালক জহিরের মৃত্যু হয়। এই খুনের ঘটনায় নিহতের স্ত্রী নুর আয়শা বাদী হয়ে ১৩ মে বুধবার মোহাম্মদ ইলিয়াছ কে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের নাম উল্লেখপূর্বক মামলা দায়ের করেন।
×