ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংক্রমণ ঠেকাতে রোবট

প্রকাশিত: ২২:৫৫, ৩ জুন ২০২০

সংক্রমণ ঠেকাতে রোবট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে অল্প পরিসরে রোবটের ব্যবহার শুরু করেছে বিশ্বের অনেক দেশ। এবারে এমনই এক রোবটের ব্যবহার শুরু করল দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এসকে টেলিকম। প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের লবিতে এলইডি পর্দাসহ একটি স্বচালিত রোবট ব্যবহার করছে এসকে টেলিকম। লবিতে উপস্থিত ব্যক্তিদের তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার দেয়া এবং মেঝে জীবাণুমুক্ত করার কাজ করছে রোবটটি। পাশাপাশি মানুষকে সতর্কও করছে রোবটটি। নিকট দূরত্বে দাঁড়িয়ে আলাপ চালিয়ে যাওয়া প্রতিষ্ঠানের কিছু কর্মীকে রোবটটি বলছে, ‘দয়া করে সামাজিক দূরত্ব বজায় রাখুন।’ উৎপাদন এবং পরিচ্ছন্নতার কাজে অনেক আগেই রোবটের ব্যবহার শুরু করেছে কোরিয়া। কিন্তু করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মানুষের সংস্পর্শ কমাতে এবার নতুন ভূমিকায় এই প্রযুক্তি ব্যবহার করছে দেশটি। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সফল দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার, মারা গেছেন ২৬৯ জন। -রয়টার্স
×