ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যান্ড স্যানিটাইজার

প্রকাশিত: ২২:৫২, ৩ জুন ২০২০

হ্যান্ড স্যানিটাইজার

হ্যান্ড স্যানিটাইজার কিন্তু বাচ্চারা ব্যবহার করবে না। কারণ হ্যান্ড স্যানিটাইজারে ৬২% ইথাইল এ্যালকোহল থাকে। যত্রতত্র হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার তাই বাচ্চাদের ক্ষেত্রে এ্যালকোহল দূষণ ঘটাতে পারে। ঘটাতে পারে বাচ্চার মধ্যে মনোবৃত্তির পরিবর্তন। করোনার এ সময়ে বাচ্চারা বার বার সাবান দিয়ে হাত ধুবে। সাবানই সবচেয়ে বড় রক্ষা কবচ। ডাঃ এটিএম রফিক (উজ্জ্বল) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল ফোন : ০১৭১৫-২৮৫৫৫৯
×