ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উভয় শেয়ারবাজারেই সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ২১:১৫, ৩ জুন ২০২০

উভয় শেয়ারবাজারেই সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সবকটি সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। গত দিনের মতো মঙ্গলবারও বেশিরভাগ শেয়ারেরই বেধে দেয়া ফ্লোর প্রাইসে লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের মতো এদিনও দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে। তবে যে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার থেকে বেশি। ফলে সূচকের পতন হয়েছে। করোনা পরিস্থিতির পর্যবেক্ষণে থাকায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিছুটা নিশ্চুপ রয়েছে। সবাই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। ঝুঁকি চাচ্ছেন কম বিনিয়োগকারী। এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। প্রথম ১০ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের মাত্রা। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৩ হাজার ৯৬৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট কমে ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৩টির। আর ২২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেন হয় ১৯৭ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪২ কোটি ৫২ লাখ টাকা। টাকার অঙ্কে বাজারটিতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ছয় কোটি ১০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে এর পরের স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মুন্নু সিরামিক, এক্সিম ব্যাংক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ঢাকা ব্যাংক, অগ্রনী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, যমুনা ওয়েল এবং বসুন্ধরা পেপার। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো ॥ সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো, এসিআই ফর্মুলেশন, একমি ল্যাবরেটরিজ, বিডি ওয়েল্ডিং, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইন্দোবাংলা ফার্মা ও সিলভা ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১২৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টির।
×