ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘কৃষক বন্ধু ডাক সেবা’

প্রকাশিত: ২১:০৩, ৩ জুন ২০২০

‘কৃষক বন্ধু ডাক সেবা’

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী থেকে বিনা ভাড়ায় আম পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই আম পরিবহন সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ডাক বিভাগের ‘জুম এক্সপ্রে’ের মাধ্যমে আম পরিবহনের এই বিশেষ সেবা উদ্বোধন করা হলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে আম পরিবহন সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। জেলার পুঠিয়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব নূর-উর-রহমানসহ বাংলাদেশ ডাক বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। তক্ষক উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পাচারকালে ২২০ গ্রাম ওজনের ৯ ইঞ্চি লম্বা একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় টেকনাফের নে-টংপাড়া এলাকা থেকে এই তক্ষকটি উদ্ধার করে কোস্টগার্ড। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান বলেন, টেকনাফে নে-টংপাড়ায় একটি বন্যপ্রাণী পাচারের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় উক্ত এলাকায় সন্দেহজনক দুইজন লোককে জিজ্ঞাসাবাদের জন্য থামতে বলা হলে তারা একটি প্লাস্টিকের কৌটা ফেলে পালিয়ে যায়।পরবর্তীতে ফেলে যাওয়া প্লাস্টিকের কৌটা হতে তক্ষকটি উদ্ধার করা হয়।
×