ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে করোনা যোদ্ধা মানবিক চিকিৎসকদের সেবা

প্রকাশিত: ২১:০২, ৩ জুন ২০২০

ময়মনসিংহে করোনা যোদ্ধা মানবিক চিকিৎসকদের সেবা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের একদল মানবদরদী চিকিৎসক। করোনা সঙ্কটে সেবা পেয়ে খুশি নানা শ্রেণী পেশার রোগীরা। চিকিৎসকদের এমন সেবাদানকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে ময়মনসিংহের বেশিরভাগ চিকিৎসকদের প্রাইভেট চেম্বার, হাসপাতাল ও ক্লিনিক। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল খোলা থাকলেও মিলছে না প্রত্যাশার চিকিৎসা সেবা। সেই সঙ্গে রয়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। কারণ তথ্য গোপন করে চিকিৎসা সেবা নেয়ায় ইতোমধ্যে করোনা ছড়িয়ে পড়েছে হাসপাতালের ভেতরে বাইরে। এমতাবস্থায় ঝুঁকি নিয়ে ব্যক্তিগত চেম্বারে ময়মনসিংহে চিকিৎসা সেবা দিচ্ছেন অনেক চিকিৎসক। এর মধ্যে নগরীর চরপাড়া মোড় এলাকায় পারমিতা চক্ষু ক্লিনিক দিনরাত খোলা রেখে চিকিৎসা সেবা দিয়ে চলছেন।
×