ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বাসচাপায় পথচারী নিহত

প্রকাশিত: ২১:০০, ৩ জুন ২০২০

কুড়িগ্রামে বাসচাপায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম রংপুর সড়কের কাঁঠালবাড়ী বাজারে নৈশকোচের ধাক্কায় নজরুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় অমূল্য চন্দ্র (৬০) নামে আরও এক পথচারী আহত হয়েছে। এ ছাড়া সড়কের ধারের দুটি বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামমুখী নাবিল পরিবহনের একটি নৈশকোচের চালক নিয়ন্ত্রণ হারালে দুই পথচারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলাম ও অমূল্য চন্দ্রকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নজরুল ইসলামের মৃত্যু হয়। কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বাসটি খাদ তুলে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। কচুয়ায় আটোরিক্সা চালক নিজস্ব সংবাদদাতা কচুয়া চাঁদপুর থেকে জানান, কচুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-কচুয়া সড়কের বাছাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে সুরমা পরিবহনের বাস ঢাকা থেকে কচুয়া আসার সময় বাছাইয়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে বাস অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে আটোরিক্সাচালক কচুয়া পৌরসভার কোয়াচাঁদপুর গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও যাত্রী স্থানীয় জনতা ব্যাংকে কর্মরত মোফাচ্ছেল হোসেন, শাহরাস্থি উপজেলার ইউনুছ মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার ও কচুয়া পৌরসভার আমির হোসেন গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার সময় পথিমধ্যে আলমগীর হোসেন মারা যায়। গুরুতর আহত ইয়াসমিন আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আমির হোসেনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। রংপুরে বিদ্যুতস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২ জুন ॥ রংপুরের পীরগাছায় মৎস্য খামারে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন বাবা ও ছেলে। মঙ্গলবার দুপুরে বাবা ছেলের লাশ খামারের পুকুরে ভাসতে দেখে নিহতের জামাতা আমিনুল ইসলাম লাশ উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতস্পষ্ট হয়ে আহত হন। তাকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পঞ্চগড়ে ইজিবাইক চালক স্টাফ রিপোর্টার, পঞ্চগড় থেকে জানান, বিদ্যুতস্পৃষ্টে আলী হোসেন (২৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। উপজেলার শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন সদর উপজেলার হাফিজাবাদ ইউপির আমকাঠাল এলাকার আব্দুল হামিদের ছেলে। শিমুলিয়ায় ৯ লঞ্চকে জরিমানা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মঙ্গলবার দুপুরে শিমুলিয়া ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৯ লঞ্চকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গাদাগাদি করে লঞ্চ চলাচল বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা প্রশ্ন তুললে প্রশাসনের টনক নড়ে। ঘাটে এসেই গাদাগাদি যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি থেকে লঞ্চ শিমুলিয়া ঘাটে ভিড়ছিল, পুলিশ এ সময় হাতেনাতে ৯টি লঞ্চ আটক করে। ছয়টি লঞ্চকে ৫ হাজার টাকা হারে এবং ৩টি লঞ্চকে ৬ হাজার টাকা হারে জরিমানা করা হয়।
×