ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিতলমারীতে বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

প্রকাশিত: ২০:৫৬, ৩ জুন ২০২০

চিতলমারীতে বিদ্যুতের ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারী উপজেলা পল্লীবিদ্যুত অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাওসার আহম্মেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রাহক ভোগান্তিসহ নানা অনিয়মের অভিযোগে উপজেলার শ্যামপাড়া গ্রামের নেয়ামত আলী মীর মঙ্গলবার দুপুরে এ অভিযোগটি দায়ের করেন। ভুক্তভোগীরা জানান, পল্লীবিদ্যুত অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাওসার আহম্মেদ চিতলমারীতে যোগদানের পর থেকে গ্রাহকদের কাছ থেকে নানাভাবে প্রতিমাসে অতিরিক্ত বিদ্যুত বিল আদায় করা হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিদ্যুত লাইন বিছিন্ন করার ভয় দেখিয়ে নানাভাবে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। গত কয়েক মাস ধরে একের পর এক ভুতুড়ে বিদ্যুত বিলে গ্রাহকরা দিশেহারা। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। উপজেলার মচন্দপুর গ্রামের টেলিটকের বিদ্যুত বিল রিটেইলার মোঃ মাহামুদুল হাসান ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুত অফিসের সীমাহীন অনিয়ম-দুর্নীতিতে এখন গ্রাহকরা দিশেহারা। অনলাইনে বিদ্যুতবিল গ্রহণে চরম প্রতারণা করা হচ্ছে। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে অফিসের কতিপর ব্যক্তি মিটার রিডিং আনতে গ্রাহকদের বাড়িতে না গিয়ে অনুমান নির্ভর অতিরিক্ত বিদ্যুত বিল তৈরি করছে। ফলে গ্রহাকদের বাড়তি বিল পরিশোধ করতে হচ্ছে। পল্লীবিদ্যুত অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাওসার আহম্মেদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। বাগেরহাট পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন জানান, করোনার কারণে সঠিকভাবে অনেক স্থানে বিদু্যুত বিল নির্ণয় করা সম্ভব হয়নি। বিদ্যুতবিল সংক্রান্ত কারো কোন অভিযোগ থাকলে অফিসে জানালে সমাধান করে দেয়া হবে বলে অভিমত প্রকাশ করেন তিনি।
×