ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়া থেকে হজযাত্রা বাতিল

প্রকাশিত: ২০:৩১, ২ জুন ২০২০

ইন্দোনেশিয়া থেকে হজযাত্রা বাতিল

অনলাইন রিপোর্টার ॥ করোনা মহামারির কারণে চলতি বছরে হজযাত্রা বাতিল করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। আজ মঙ্গলবার দেশটির ধর্মমন্ত্রী ফখরুল রাজি এ কথা জানিয়েছেন। এ বছর ইন্দোনেশিয়া থেকে হজের জন্য দুই লাখ ২১ হাজার মানুষ সৌদি যেতে পারতেন। ইতোমধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। কিন্তু শেষপর্যন্ত হজযাত্রা স্থগিত করা হয়। প্রতি বছর ইন্দোনেশিয়া থেকে কয়েক লাখ মুসলিম হজ করতে সৌদি আরব যান। কোটা পদ্ধতির কারণে ২০ বছর অপেক্ষা করতে হওয়ায় অনেক ইন্দোনেশিয়ার নাগরিক জীবনে মাত্র একবার হজ করার সুযোগ পান। চাঁদ দেখা সাপেক্ষে ৩০ জুলাই, অর্থাৎ ৯ জিলহজ এবার পবিত্র হজ হওয়ার কথা রয়েছে।
×