ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসামে ভূমিধসে নিহত ২০

প্রকাশিত: ১৯:১৮, ২ জুন ২০২০

আসামে ভূমিধসে নিহত ২০

অনলাইন ডেস্ক ॥ ভারতের আসামের তিনটি জেলায় সিরিজ ভূমিধসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বরাক উপত্যকা অঞ্চলে ওই ভূসিধসের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, করিমগঞ্জ জেলায় অন্তত ছয়জন, চাচার ও হাইলাকান্দি জেলায় সাতজন করে মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে আসামে টানা বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার দিনের শুরুর দিকে ভূমিধসে ওই ব্যক্তিদের মৃত্যু হয়। আসামে ভূমিধসের ঘটনায় এই মর্মান্তিক মৃত্যুর খবর হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি জানিয়েছেন যে, সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। এক টুইট বার্তায় ভারতীয় প্রেসিডেন্ট লিখেন, আসামের বরাক উপত্যকায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা মর্মান্তিক। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। হতাহতদের পরিবারের প্রতি শোক জানাই। সবার সুরক্ষা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় রাজ্যে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যের নালবাড়ি, গোয়ালপাড়া, নাগাও, হোজাই, পশ্চিম কারবি আংলং, দিবরুগড় ও তিনসুকিয়া-এই সাত জেলার ৩৬৫ গ্রামের বহু মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে এখন পর্যন্ত দুই হাজার ৬৭৮ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। এছাড়া ৪৪ হাজার ৩৩১টি গবাদি পশু ও ৯ হাজার ৩৫০টি পোলট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র:খবর হিন্দুস্তান টাইমস
×