ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে আরও ৪ জনের করোনা শনাক্ত, ২২ বাড়ি লকডাউন

প্রকাশিত: ১৯:১৩, ২ জুন ২০২০

বাগেরহাটে আরও ৪ জনের করোনা শনাক্ত, ২২ বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।। বাগেরহাটে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জন চিতলমারী উপজেলায়, ১ জন মোল্লাহাট এবং এক জন শরণখোলা উপজেলার। মোল্লাহাট উপজেলার দারিয়ালা গ্রামে ওই ব্যক্তি(৪৫) ঢাকায় বায়িং হাউজে চাকুরী করেন। গত ঈদের এক দিন আগে তিনি বাড়িতে আসেন। এরপর পরীক্ষায় তার করোনা শনাক্ত হলে মঙ্গলবার দুপুরে সেখানে ৪ বাড়ি লকডাউন করা হয়। অনুরূপ চিতলমারী উপজেলার চরকচুরিয়া এলাকার যুবক (৩০) ও নালুয়া এলাকার (৩৫) নামে দু’জনের করোনা শনাক্ত হলে তাদের আইসোলেশনের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নালুয়া বাজারের ৮টি বাড়ি ও চরকচুড়িয়া গ্রামের ৫ টিসহ মোট ১৩টি বাড়ি লকডাউন করা হয়। এরা দুইজনই ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকুরী করত। অপরদিকে, শরণখোলায় খোন্তাকাটা এলাকার ২৯ বছর বয়সী এক যুবকের করোনা শনাক্ত হয়। এঘটনায় রোগীর বাড়িসহ সেখানে পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট উপজেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়।
×