ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা

প্রকাশিত: ১৯:১২, ২ জুন ২০২০

ভোলায় লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ স্বাস্থ্য বিধি মেনে শর্ত স্বাপেক্ষে লঞ্চ চলাচলের কথা থাকলেও ভোলা থেকে বিভিন্ন নৌ রুটে লঞ্চে তা মানা হচ্ছে না। লঞ্চ চালুর পর থেকে প্রতিদিনই অসংখ্য যাত্রী নিয়ে হুড়ো হুড়ি চাপাচাপি করে লঞ্চে যাত্রী তোলা হচ্ছে। এতে করে করোনা ভাইরাসের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। কিন্তু এসব লঞ্চের বিরুদ্ধে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি। আজ মঙ্গলবারও এ দৃশ্য দেখা যায় ভোলার ইলিশা লঞ্চঘাটে। যাত্রীরা বলেন,ভোলার ইলিশা থেকে ঢাকা ও বন্দও নগরী চট্রোগ্রামসহ বিভিন্ন জেলায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাওয়া আসে করে। কিন্তু মানুষের তুলনায় লঞ্চ, সি ট্রাক ও ফেরি কম। তাই বাধ্য হয়ে অনেকই জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছে। অনেকে লঞ্চ না পেয়ে ট্রালাওে যাচ্ছে। এসময় লঞ্চঘাটের একটি গ্রুপ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে বিআইডব্লিউটিএ এর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক মো:কামরুজ্জামান জানান, লঞ্চগুলোকে স্বাস্থ্য বিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। কেউ তা না মানলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, যাত্রীদের চাপের কারণে তারা ভোলা খেয়াঘাট থেকে সন্ধ্যার লঞ্চ বেলা ১২ থেকে দের টার মধ্যে ছেড়ে দেন।
×