ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস ॥ ঝালকাঠিতে ক্লিনিকাল ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশিত: ১৮:৫৭, ২ জুন ২০২০

করোনাভাইরাস ॥ ঝালকাঠিতে ক্লিনিকাল ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি সদর হাসপাতালে মিলনায়তনে ডাইক্টের অব হেলথ সার্ভিসের আয়োজনে ট্রেনিং অন করোনাভাইরাস ক্লিনিকাল ব্যবস্থাপনার উপরে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এই প্রশিক্ষণে নতুন যোগদানকৃত ৮ জন চিকিৎসক ও ১২ জন স্টাফ নার্সসহ ৩০ জন ডাক্তার ও নার্সদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোঃ জাফর আলী দেওয়ান, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবুয়াল হাসান ডা. ইমাম হোসেন জুয়েল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার হালদার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাকিল খান প্রশিক্ষণ পরিচালনা করেন।
×