ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া ঘাটে ৯ লঞ্চকে জরিমানা

প্রকাশিত: ১৮:৪৮, ২ জুন ২০২০

শিমুলিয়া ঘাটে ৯ লঞ্চকে জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥মঙ্গলবার দুপুরে শিমুলিয়া ঘাটে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৯ লঞ্চকে মঙ্গলবার ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গাদাগাদি করে লঞ্চ চলাচল বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা প্রশ্ন তুললে প্রশাসনের টনক নড়ে। ঘাটে এসেই গাদাগাদি যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি থেকে লঞ্চ শিমুলিয়া ঘাটে ভিড়ছিল, পুলিশ এ সময় হাতে নাতে ৯টি লঞ্চ আটক করে। ছয়টি লঞ্চকে ৫ হাজার টাকা হারে এবং ৩টি লঞ্চকে ৬ হাজার টাকা হারে জরিমানা করা হয়। লৌহজং থানা ও মাওয়া নৌপুলিশের যৌথ অভিযানে এ লঞ্চগুলো আটক করা হয়। মাওয়া নৌপুলিশের আইসি পরিদর্শক সিরাজুল কবির জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত থানা ও নৌপুলিশ যৌথ অভিযান চালায় এ নৌরুটে। শিমুলিয়া ঘাট থেকে যাত্রীদের শরীরে জীবানুনাশক স্প্রেসহ স্বাস্থ্য বিধি মেনে কম সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চসহ নৌযানগুলো ছেড়ে যাচ্ছে। অথচ কাঁঠালবাড়ি ঘাটে এ স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। সেখান থেকে লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে এসে ভিড়ছে। পুলিশের যৌথ অভিযানে এ রকম ৯টি লঞ্চকে আটক করা হয়। পরে লৌহজং উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রাশেদুজ্জামান ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে ৯টি লঞ্চের সারেংকে জেল জরিমানা করে। এদের মধ্যে ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার ও ৩ জনকে ৬ হাজার করে ১৮ হাজারসহ সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়। তবে সকলেই জরিমানার টাকা তাৎক্ষনিক পরিশোধ করেছেন।
×