ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবক গ্রেফতার

প্রকাশিত: ১৮:২৯, ২ জুন ২০২০

রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মোহনপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগ রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গোপইল গ্রামের মোজাম্মেল হক তোতার ছেলে হৃদয় হোসেন (২০), বাদেজুল গ্রামের আব্দুল হালিমের ছেলে সোহাগ হোসেন (২১), সুলতান আলীর ছেলে মোজাহিদ (২২) ও মোহনপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে আকাশ হোসেন (২১)। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোস্তাক আহম্মেদ জানান, সোমবার রাত সোয়া ১২ টার সময় উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামের ব্রীজের নিচে অবৈধ অস্ত্রসহ ৮/৯ জন ডাকাতির প্রস্ততি নিচ্ছেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। এসময় সেখান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কমকর্তা মোহনপুর থানার পুলিশের উপ-পরিদশক (এসআই) রাসেল কবির জানান, ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোস্তাক আহম্মেদ জানান, আজ মঙ্গলবার আসামিদেরকে আদালতে হাজীরের পর রিমান্ডের আবেদন করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
×