ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৮:১৮, ২ জুন ২০২০

গফরগাঁওয়ে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা . গফরগাঁও (ময়মনসিংহ) ॥ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পাগলা গ্রামের কোনাপাড়া এলাকার বেপারী বাড়ির ৩২ বছর বয়সী ওই যুবককে চিকিৎসা দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে রাস্তায় মারা যান বলে জানান দত্তেরবাজর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকসানা বেগম। তিনি বলেন, ওই যুবক পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। নারায়নগঞ্জে কাজ করত । ঈদের দুইদিন আগে গত মে মাসের ২৩ তারিখ নারায়নগঞ্জ থেকে জ্বর ও কাশি নিয়ে ওই যুবক এলাকায় আসেন। বাড়িতে থেকেই সে চিকিৎসা সেবা নিচ্ছিল। দিন দিন তার অবস্থা খাবাপ হলে এবং প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মাইক্রোবাসযোগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সে রাস্তায় মৃত্যুবরন করে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক বলেন বিশেষ ব্যবস্থায় ওই ব্যক্তির জানাজা শেষে তাকে দাফন করার ব্যবস্থা করা হবে । তার সংর্স্পশে যারা ছিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে ।
×