ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজউকের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত, কক্ষ তালাবদ্ধ

প্রকাশিত: ১৮:০১, ২ জুন ২০২০

রাজউকের এক কর্মকর্তা করোনায় আক্রান্ত, কক্ষ তালাবদ্ধ

অনলাইন রিপোর্টার ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এনেক্স ভবনের চতুর্থ তলার একটি কক্ষ তালাবদ্ধ করে রাখা হয়েছে। আক্রান্ত ওই কর্মকর্তা হলেন রাজউকের স্থাপত্য শাখার কর্মকর্তা মোস্তাক আহমেদ। সোমবার নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। মঙ্গলবার রাজউকের পরিচালক (প্রশাসন) শারমিন জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কর্মকর্তা আক্রান্ত হওয়ার পর তিনি যে কক্ষে বসতেন সেই কক্ষ তালাবদ্ধ করে রেখেছি। আর গত রবিবার ওই কর্মকর্তার সঙ্গে রাজউকের চেয়ারম্যানসহ কয়েকজন কর্মকর্তার দেখা সাক্ষাৎ হয়েছে। তবে এ ব্যাপারে আমাদের হোম কোয়ারেন্টিন বা পরবর্তী করণীয় বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আক্রান্ত মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সাধারণ ছুটি শুরুর পর বাসা থেকে আর বের হননি তিনি। তবে ঈদের আগের দিন বাসায় এক বন্ধু এসেছিলেন। ঈদের পর ওই বন্ধুর করোনাভাইরাস ধরা পড়ার বিষয়টি জানতে পারেন তিনি। এরপর রবিবার নিজের নমুনা পরীক্ষা করতে দেন মোস্তাক আহমেদ। তিনি বলেন, “এমনিতেই আমার শরীরে কোনো সিম্পটম নেই, কোনো সমস্যাও নেই। পজিটিভ এসেছে, তাই বাসায় আছি। অফিসেও গিয়েছিলাম গত দুদিন। তবে কারও সংস্পর্শে যাইনি।”
×