ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় করোনা ভাইরাসে নতুন করে ২ জন আক্রান্ত

প্রকাশিত: ১৫:৫২, ২ জুন ২০২০

গাইবান্ধায় করোনা ভাইরাসে নতুন করে ২ জন আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ২ জন আক্রান্ত হয়েছে। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৬ জন। এদিকে জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জন। এরমধ্যে তিনজন মারা গেছে। ৩৫ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেশনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৭০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। প্রসঙ্গত উল্লে¬¬¬খ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় ৪১৬ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১৪, গোব্দিন্দগঞ্জে ৯৬, সদরে ৭২, ফুলছড়িতে ৯৯, সাঘাটায় ৭৬, পলাশবাড়িতে ১৫ ও সাদুল্যাপুর উপজেলায় ৪৪ জন।
×