ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে

প্রকাশিত: ১৪:৪৭, ২ জুন ২০২০

সিরাজগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে প্রাণঘাতী রোগ করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলার সরকারি কঠোর নির্দেশনা থাকলেও বেশীরভাগ মানুষ এর কোন তোয়াক্কা করছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী এবং ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় সত্বেও হাটে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের ভিড় কমছে না। এর মধ্যে গণপরিবহন চালুসহ লকডাউন শিথিল করায় এ রোগ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। জেলায় মঙ্গলবার পর্যন্ত ৫৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২৮ জন। পরিসংখ্যান অনুযায়ী এক মাত্র সিরাজগঞ্জ পৌরসভার নয়নমোড়, সয়াধানগড়া, স্টেডিয়ামরোডসহ বিভিন্ন মহল্লায় ২৬ জন আক্রান্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ২ জনের। এরা দুই জনই বেলকুচি উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষার মোট এক হাজার চারশ’ ৬৫ জনের প্রাপ্ত রিপোর্ট থেকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন অফিস। করোনা রোগীর চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে প্রস্তুত করে চিকিৎসা দেয়া হচ্ছে। করোনা রোগের চিকিৎসার প্রয়োজনে ৩৯ তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে সিরাজগঞ্জ জেলায় নিয়োগ পেয়েছেন ১০ জন চিকিৎসক। এর মধ্যে মাত্র ২ জন চিকিৎসক বাগবাটি হাসপাতালে কর্মরত। বাকীরা ছড়িয়ে ছিটিয়ে কর্মরত রয়েছেন। এদিকে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে করোনা রোগ পরীক্ষার পিসিআর ল্যাব ২১ এপ্রিল চালু করার পর জেলায় নমুনা পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া যাচ্ছে। এই ল্যাব থেকে প্রতি দিন এক শিপটে ৯৩টি নমুনা পরীক্ষা রিপোর্ট পাওয়া যাচ্ছে। মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রী থাকাকালীন সময়ে দরপত্রের মাধ্যমে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের জন্য আমেরিকার তৈরী অত্যাধুনিক মানের এই পিসিআর মেশিন কেনা হয়েছিল। কিন্তু ল্যাব স্থাপন প্রক্রিয়া, জনবলের অপ্রতুলতাসহ নানা জটিলতায় দীর্ঘ ১০ মাস বাক্স বন্দী থাকার পর চলতি বছর করোন সংক্রমণের ব্যাপকতায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ২১ এপ্রিল এই পিসিআর মেশিন চালু করেন এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করেন। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম জানান এই অত্যাধুনিক পিসিআর মেশিন থেকে প্রতিদিন প্রতি শিফটে ৯৩ নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যাচ্ছে। জনবল পাওয়া গেলে দুই শিফটে কাজ করার সুযোগ হলে প্রতি দিন ১৮৬ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যাবে। ৩৯ তম বিসিএস থেকে নতুন ১০ চিকিৎসকের মধ্যে ২ জন চিকিৎসক করোনা রোগরে চিকিৎসার জন্য বাগবাটিতে কর্মরত রয়েছেন। বাকীদের মধ্যে থেকে রোস্টার করে ডিউটি দেয়া হবে। তবে একজন করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন।
×