ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৫ পুলিশ এক নার্সসহ ২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রকাশিত: ১৪:১২, ২ জুন ২০২০

লক্ষ্মীপুরে ৫ পুলিশ এক নার্সসহ ২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লকডাউন তুলে নেয়ার পর লক্ষ্মীপুরে করোনা ভাইরাস সংক্রমের সংখ্যা প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে। লক্ষ্মীপুরে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রায়পুর থানার ৫জন পুলিশ সদস্য এবং সদর উপজেলায় একজন সিনিয়র নার্সসহ আরো ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৪২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে আরো ২জন। এদের মধ্যে সদর উপজেলার চন্দ্রগঞ্জে মসজিদের ইমাম মওলানা ওমর ফারুক এবং রায়পুরে রনি সাইকেল ষ্টোরের মালিক আবু তাহের মারা যাওয়ার পর দু’জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫জন। সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার তথ্যটি নিশ্চিত করেছেন। এ ছাড়া বাড়ীতে চিকিৎসা নিয়ে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫জন। নতুন ১জন সহ আইসোলেশনে বর্তমানে ভর্তি রয়েছেন ৫ জন এবং কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮৬৯ জন। এদিকে সোমবার থেকে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এতে কেউ কেউ মানলেও অনেকে স্বাস্থ্যবিধি মানছেননা। এতে করোনার সংক্রমন আরো ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছেন জেলাবাসী।
×