ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে করোনা উপসর্গে যুবকের মৃত্যু, জেলায় শনাক্ত ১৬ জন

প্রকাশিত: ১৪:০০, ২ জুন ২০২০

ফেনীতে করোনা উপসর্গে যুবকের মৃত্যু, জেলায় শনাক্ত ১৬ জন

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ফেনীর দাগনভূঞায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই নিয়ে ফেনীতে ৮ জনের মৃত্যু হলো । সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে উপজেলার পূর্বচন্দ্রপুরে নিজ বাড়ীতে তার মৃত্যু হয়।এর আগে গত শনিবার ফেনী জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে সে নমুনা জমা দেয়। স্থানীয়রা জানায়, নিহত যুবক রফিকুল ইসলাম একজন কেমিক্যাল ইঞ্জিনিযার। গত দু'মাস আগে তিনি নিজ কর্মস্থল চট্রগ্রাম থেকে গ্রামের বাড়ীতে ফিরেন।এরপরই জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন।একপর্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়। রাতেই রাষ্ট্রীয নিয়ম মোতাবেক তাকে বিশেষ ব্যবস্থায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় ফেনীতে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় একজন ও দাগনভূঞা উপজেলায় ১৫ জন আক্রান্ত।এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১শ ৭৫ জন। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
×