ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬টি হাসপাতাল ঘুরে এ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

প্রকাশিত: ০০:৪২, ২ জুন ২০২০

৬টি হাসপাতাল ঘুরে এ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত এ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ঘটেছে। শ্বাসকষ্টে ভুগছিলেন রোগী। তাকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘোরেন স্বজনরা। নানা অজুহাতে কোন হাসপাতালই তাদের রোগীকে ভর্তি করেনি। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটে। জানা গেছে, সিলেট নগরীর কাজিরবাজার মোগলটুলা এলাকার বাসিন্দা ঐ মহিলা (৬৩) বিগত ৩০-৩৫ বছর ধরে এ্যাজমা রোগে ভুগছিলেন। রবিবার রাত বারোটার দিকে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়। রাত সোয়া বারোটার দিকে এ্যাম্বুলেন্সে করে পরপর ৬টি হাসপাতালে রোগীকে নিয়ে যান চিকিৎসার জন্য। অক্সিজেন সুবিধা নেই, আইসিইউ ব্যবস্থা নেই, নানান অজুহাতে রোগীকে ফিরিয়ে দেয়া হয়। রাগীব-রাবেয়া হাসপাতালে নিয়ে আসার পর রোগীকে এক্স-রে ও অন্যান্য পর্যবেক্ষণের পর ওসমানী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তখন রোগী প্রচ- বুকের ব্যথায় কাতরাচ্ছিলেন। রোগীকে নিয়ে রাত আড়াইটার দিকে ওসমানী হাসপাতালের গেটে পৌঁছামাত্র তিনি মারা যান। হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত ঘোষণা করেন।
×