ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সানচোর হ্যাটট্রিকে বরুসিয়ার গোলোসব

প্রকাশিত: ০০:০১, ২ জুন ২০২০

সানচোর হ্যাটট্রিকে বরুসিয়ার গোলোসব

স্পোর্টস রিপোর্টার ॥ জাডোন সানচোর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে ভর করে জার্মান বুন্দেসলীগায় বড় জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। রবিবার রাতে এসসি প্যাডারবোর্নকে তাদেরই মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী বরুসিয়া। ব্রায়ান স্টেইনের পরে ইংলিশ প্রিমিয়ার লীগের বাইরে একমাত্র ইংলিশ ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ লীগে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন সানচো। মজার বিষয় হচ্ছে, ৩১ বছর আগে ঠিক এই দিনে ফরাসী লীগ ওয়ানে হ্যাটট্রিক করেছিলেন স্টেইন। বড় এই জয়ে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে লুসিয়ান ফাভরের শিষ্যরা সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে প্রথমার্ধে বরুসিয়াকে ভালভাবেই বেধে রাখে প্যাডারবোর্ন। কিন্তু বিরতির পর আর কুলিয়ে উঠতে পারেনি পয়েন্ট তালিকার তলানীতে থাকা দলটি। ম্যাচের ৫৪ মিনিটে থোরগান হ্যাজার্ডের গোলে উৎসবের শুরু বরুসিয়ার। ৫৭ মিনিটে প্রথম গোলের দেখা পান সানচো। ইংলিশ মিডফিল্ডার পরের গোল দুটি করেন ম্যাচের ৭৪ ও ৯১ মিনিটে। বিজয়ী দলের হয়ে ৮৫ মিনিটে আশরাফ হাকিমি ও ৮৯ মিনিটে মার্সেল স্মেলজার বাকি গোল দুটি করেন। প্যাডারবোর্ন একমাত্র গোলটি পরিশোধ করে পেনাল্টি থেকে। ম্যাচের ৭২ মিনিটে গোলটি করেন হুনেমিয়েরের। আরেক ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ৪-১ গোলে হারিয়েছে বরুসিয়া মনশেনগ্লাডব্যাচ।
×