ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা ও রিয়াল মাঠে নামছে ১৪ জুন

প্রকাশিত: ০০:০০, ২ জুন ২০২০

বার্সিলোনা ও রিয়াল মাঠে নামছে ১৪ জুন

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনাভাইরাস দূর করে আগামী ১১ জুন থেকে ফের মাঠে গড়াচ্ছে স্প্যানিশ লা লীগা। এর তিনদিন পর নিজেদের মিশন শুরু করবে দুই জায়ান্ট বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। লা লীগা কর্তৃপক্ষ ম্যাচের সূচী প্রকাশ করেছে। ১১ জুন সেভিয়া ও রিয়াল বেটিসের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে স্প্যানিশ ফুটবল লীগ। ১৩ জুন রাত ২টায় মায়োর্কার আতিথ্য নেবে বার্সিলোনা। সময়ের ব্যবধানের কারণে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ১৪ জুন। একই তারিখ রাত ১১টা ৩০ মিনিটে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে এইবারের বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। বর্তমানে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বার্সিলোনা। ৫৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে রিয়াল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলার জন্য তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াই চলছে ভালভাবেই। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া। চার ও পাঁচ নম্বরে থাকা রিয়াল সোসিয়েডাড ও গেটাফের পয়েন্ট সমান ৪৬। আর ছয় নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫।
×