ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাজেট অধিবেশনে সাংবাদিক পাস থাকছে না

প্রকাশিত: ২৩:৪৭, ২ জুন ২০২০

বাজেট অধিবেশনে সাংবাদিক পাস থাকছে না

সংসদ রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে আসন্ন বাজেট অধিবেশন সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে কভার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সোমবার সংসদ সচিবালয় থেকে এক সংবদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। আগামী ১০ জুন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ একাদশ সংসদের এ অষ্টম অধিবেশন আহ্বান করেন। এ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী ১১ জুন এ বাজেট উপস্থাপন করবেন। একইসঙ্গে তিনি চলতি অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সকল কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনে’ সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়। করোনা পরিস্থিতিতে বাজেট অধিবেশনকালীন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হবে না বলেও সংসদ সচিবালয় থেকে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পরপরই বিকাল ৩টা ১৫ মিনিটে সংসদ ভবনের মিডিয়া সেন্টার হতে সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ‘বাজেট ডক্যুমেন্টস’ বিতরণ করা হবে।
×