ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজ হাসপাতালেই চিকিৎসা পেলেন না করোনা পজিটিভ ডাক্তার

প্রকাশিত: ২৩:২৩, ২ জুন ২০২০

নিজ হাসপাতালেই চিকিৎসা পেলেন না করোনা পজিটিভ ডাক্তার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা পজিটিভ হওয়ায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে অক্সিজেন সুবিধা পেলেন না মেডিসিন বিশেষজ্ঞ এএসএম লুৎফুল কবির শিমুল। অথচ তিনি ওই হাসপাতালেরই একজন চিকিৎসক। করোনামুক্ত হওয়ার পর তিনি জানালেন করুণ এই অভিজ্ঞতার কথা। বিশেষজ্ঞ চিকিৎসক শিমুল ম্যাক্স হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মেডিসিন বিশেষজ্ঞ কিছুদিন ডেপুটেশনে কাজ করেছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের কনসালটেন্ট হিসেবেও। সেখানে কর্মরত অবস্থায় গত ১৩ মে তিনি শারীরিক অসুস্থতাবোধ করেন। তার শ^াসকষ্ট দেখা দেয়। এক পর্যায়ে পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এ অবস্থায় তার প্রয়োজন ছিল অক্সিজেন। তিনি ভাবলেন, নিজের হাসপাতালে কেবিনে ভর্তি হয়ে অন্তত অক্সিজেন গ্রহণে তার সমস্যা হবে না। এর জন্য কোন নার্সেরও প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি রুম আর অক্সিজেন সিলিন্ডার। কিন্তু করোনা পজিটিভ জানার পর ওই হাসপাতালে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে আর সেই সুযোগ দিলেন না। ডা. এএসএ লুৎফুল কবির শিমুল বলেন, ‘আমি তখন খুবই অসুস্থ। অক্সিজেন স্যাচুরেশন ৯০-এর নিচে নেমে যাচ্ছে। প্রথম কোভিড টেস্টে নেগেটিভ ফল আসার পরেও দ্রুত স্যাচুরেশন নেমে যাওয়ায় আমি চিন্তা করছিলাম এটা কোভিড হতে পারে। জেনারেল হাসপাতাল আইসিইউতে ভর্তি হওয়ার ব্যাপারে একটি দ্বিধাগ্রস্ত ছিলাম। চিন্তা করলাম, আমার হাসপাতালে (ম্যাক্স হাসপাতাল) কেবিনে ভর্তি হয়ে অক্সিজেন নেব। পরে আরেকটি নমুনা পরীক্ষার ফল আসলে চমেক বা জেনারেল হাসপাতালে ভর্তি হব। নিজের কর্মস্থল ম্যাক্স হাসপাতালের এমডি ডাঃ লিয়াকত আলী খানকে ফোন করে এ ব্যাপারে সাহায্য চাইলে তিনি সোজাসাপ্টা অপারগতা জানিয়ে ফোন কেটে দেন। ডাঃ শিমুল বলেন, ওই হাসপাতালের এমডি আমাকে ভর্তি নিতে চাইলেন না।
×