ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গ নিয়ে শিক্ষক, অন্তঃসত্ত্বা নারীসহ ১৫ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:১৯, ২ জুন ২০২০

করোনা উপসর্গ নিয়ে শিক্ষক, অন্তঃসত্ত্বা নারীসহ ১৫ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনায় মৃত্যু বেড়েই চলছে। করোনার উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে দেশে আরও কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজন, টাঙ্গাইলের ভুঞাপুর ও কালিহাতিতে দুই, চট্টগ্রামে হাসপাতাল কর্মচারী, সুনামগঞ্জে এক আওয়ামী লীগ নেতা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক যুবক, বগুড়ায় অন্তঃসত্ত্বা নারী, নোয়াখালীতে মুয়াজ্জিন, নীলফামারীতে এক বৃদ্ধ, ঝালকাঠিতে শিক্ষক, গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক যুবক রয়েছেন। রবিবার রাত ও সোমবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। করোনার উপসর্গ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের (৬০) এক বৃদ্ধ এবং বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা (৬৫) আরেক বৃদ্ধ মারা যায়। রবিবার বরিশালে করোনায় নয়জন চি, সাতজন পুসদস্যসহ নতুন করে আরও ৪০ জন আক্রান্ত হয়েছেন। টাঙ্গাইল ॥ টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতীতে ২ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। ভূঞাপুরের বিলচাপড়া গ্রামের চান মাহমুদের ছেলে খাজা নাজিম উদ্দিন তালুকদার (৬৫) ঢাকায় শ্যামলী পিসি কালচারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সেখানে সে সর্দি, কাশি ও জ্বরে ভুগেন। রবিবার অসুস্থতা বোধ করলে রাতে একটি প্রাইভেটকার ভাড়া করে বাড়ি আসেন। সোমবার ভোরে তিনি মারা যান। অন্যদিকে কালিহাতী নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামের ওমর আলী (৪০) নামের এক ব্যক্তি সোমবার সকালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তিনি স্থানীয় একটি স’মিলে শ্রমিকের কাজ করতেন। চট্টগ্রাম ॥ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের এক কর্মচারী। ৬০ বছর বয়সী এই ব্যক্তি সোমবার সকালে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আবদুর রব। এদিকে, প্লাজমা থেরাপি নিয়ে সুস্থ হয়েছেন এক চিকিৎসক। তিনিই চট্টগ্রামের এ পদ্ধতিতে সুস্থ হওয়া প্রথম রোগী। হাসপাতাল সূত্রে জানা যায়, এই কর্মচারী করোনা উপসর্গ নিয়ে গত রবিবার ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সোমবার সকালে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্টের পর জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা। সিলেট ॥ সোমবার দুপুরে সিলেট শহীদ ডাঃ শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু ঘটেছে। মৃত্যুবরণকারী রোগী আব্দুল হকের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বগুড়া ॥ বগুড়ার আইসোলেশন সেন্টার বগুড়া মোহাম্মদ আলী হসপাতালে করোনার উপসর্গ নিয়ে নাসরিন (১৯) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। নোয়াখালী ॥ সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সেনবাগ উপজেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী ॥ করোনাভাইরাসে জলঢাকা উপজেলায় সোমবার ভোরে আলহাজ মজিবর রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি গোলমু-া ইউনিয়নের তিলাই গ্রামে। ঝালকাঠি ॥ ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাট এলাকায় বসবাসকারী শাখাওয়াত মোল্লার (৫৬) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটার সময় তার মৃত্যু হয়। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে সোমবার করোনা উপসর্গে সুমন মোহন্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আনন্দ মোহন্তের ছেলে। হবিগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভায় করোনাভাইরাসের উপসর্গে (সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট) আক্রান্ত হয়ে সুমন চন্দ্র মোহন্ত (২৯) নামে প্রাইভেট কোম্পানির সেল্স অফিসারের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার আব্দুল হান্নান মাদবর (৪৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১টার দিকে মারা যান টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়াবাসিন্দা আলহাজ মতিউর রহমান শিকদার (৮০)। তাকেও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×