ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটকের শূটিং শুরু হলেও চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

প্রকাশিত: ২৩:১৬, ২ জুন ২০২০

নাটকের শূটিং শুরু হলেও চলচ্চিত্রের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

গৌতম পা-ে ॥ প্রাণঘাতী করোনা ধুঁকতে থাকা দেশীয় চলচ্চিত্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানো এই শিল্প এবার কতটা ধসের শিকার হতে যাচ্ছে তা অনুমান করতেও শিউরে উঠছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের শঙ্কা একেবারে নিপাট-সচল সিনেমা হলগুলোও আর ঘুরে দাঁড়াতে পারবে না। আধুনিক বা মাল্টিপ্লেক্সগুলোও পড়বে বড় ধরনের লোকসানের মুখে। সিনেমায় লগ্নি করা অর্থ সচল না থাকায় এবং করোনার কারণে ঈদ উৎসবেও হলগুলো বন্ধ হওয়ায় সিনেমা খাত সংশ্লিষ্টদের প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি টাকা, এমনই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। সরকার চলমান লকডাউন তুলে দিয়েছে রবিবার (৩১ মে) থেকে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে গেল দুই মাস সব ধরনের শূটিং বন্ধ ছিল। তাই স্বাস্থ্যবিধি মেনে শূটিং শুরু করার অনুমতি দিয়েছে নাটকের সংগঠনগুলো। শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে টিভি নাটকে শূটিং শুরু করছে সংগঠনগুলো। নাটকের সংগঠনগুলো শূটিংয়ের অনুমতি দিলেও এখন পর্যন্ত এ নিয়ে সিদ্ধান্ত নেয়নি চলচ্চিত্রের সংগঠনগুলো। চলচ্চিত্র প্রযোজক সমিতি থেকে এর আগে গত ১৮ মার্চ থেকে সকল প্রকার ছবির শূটিং বন্ধ করে দেয়া হয়। সে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। এদিকে করোনাভাইরাস সঙ্কটের মধ্যে টানা দুই মাস সাধারণ ছুটি শেষে দাফতরিক কার্যক্রম ও শূটিংয়ে ফিরছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ৩১ মে থেকে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। তিনি বলেন, দাফতরিক কাজের পাশাপাশি শূটিংয়ের জন্য এফডিসির ফ্লোরগুলোকে প্রস্তুতি রাখা হয়েছে। প্রযোজক ও পরিচালকরা চাইলে স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে ফ্লোরে শূটিং করতে পারবেন। চলচ্চিত্রের শূটিংয়ের ব্যাপারে প্রযোজক সমিতি ও পরিচালক সমিতির সঙ্গে আজ মঙ্গলবার বিকেল ৪টায় এক বৈঠক হবে, এমনটাই জানানেল প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি জনকণ্ঠকে বলেন, এ মিটিংয়ে শূটিংয়ের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হবে। আমরা একটা ইসু নিয়ে বসব না। এর এক বা দুদিন পরে হল মালিক সমিতির সঙ্গে আবার বসব। হল খুলে দেয়া এবং ছবি রিলিজ এটাও একটা বিষয়। আগামী দু-একদিনের মধ্যে সব সংগঠন মিলে বসে একটা সিদ্ধান্ত নিবো। শুধু শূটিং শুরু করা নয়, সিনেমা হল খোলা, ছবি মুক্তি ও প্রণোদনা নিয়ে কথা বলবো। আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বসব। শূটিং শুরু ও সিনেমা হল খোলার সঙ্গে স্বাস্থ্যবিধি মানারও ব্যাপার থাকে। এক্ষেত্রে সরকারী দিক নির্দেশনা চাইব আমরা।
×